ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চালু হচ্ছে ডিএনসিসির ডিজিটাল গরুর হাট
Published : Saturday, 3 July, 2021 at 7:14 PM
চালু হচ্ছে ডিএনসিসির ডিজিটাল গরুর হাটকরোনাভাইরাস প্রতিরোধে সশরীরে কোরবানি পশুর হাট এড়ানোর চেষ্টা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ অবস্থায় ক্রেতা ও বিক্রেতাদের ডিজিটাল প্লাটফর্মে পশু বেচাকেনা করতে উৎসাহ দিচ্ছে সংস্থাটি। এজন্য আগামীকাল রবিবার (৪ জুলাই) বেলা ১১টায় ‘ডিজিটাল গরুর হাট’র উদ্বোধন করবে সংস্থাটি।

ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশন, আইসিটি ডিভিশন, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন যৌথভাবে এই ডিজিটাল হাট বাস্তবায়ন করবে। ক্রেতারা চাইলে ডিজিটাল হাট থেকে ন্যায্যমূল্যে ক্রয় করতে পারবেন। এখান থেকে পশু কিনলে কোনও হাসিল দিতে হবে না।