ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘ব্যাট হল প্রতিবেশীর স্ত্রীর মতো, যা সব সময় ভালো লাগে’
Published : Saturday, 3 July, 2021 at 7:49 PM
‘ব্যাট হল প্রতিবেশীর স্ত্রীর মতো, যা সব সময় ভালো লাগে’ক্রিকেট থেকে অবসরের আগেই ধারাভাষ্যকে পেশা হিসেবে বেছে নিয়েছেন দীনেশ কার্তিক।

ইংল্যান্ডের সাউদাম্পটনে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার সদ্য শেষ হওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ধারাভাষ্য পেশায় অভিষেক হয় কার্তিকের। 

নতুন এ পেশায় প্রশংসা কুড়ালেও বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় এ উইকেটকিপার ব্যাটসম্যান।

গত বৃহস্পতিবার ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে ধারাভাষ্য করার সময় হঠাৎ করেই কার্তিক বলে ফেলেন, ব্যাট হল প্রতিবেশীর স্ত্রীর মতো, যা সবসময় ভালো লাগে।

কলকাতা নাইট রাইডার্সের এই তারকা ক্রিকেটার ব্যাটসম্যানদের মানসিকতা নিয়ে বক্তব্য রাখছিলেন। তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন, ব্যাটসম্যানরা নিজের ব্যাট নিয়ে অসন্তুষ্ট হলেও অন্য ক্রিকেটারদের সরঞ্জামে আগ্রহী। 

সেই বিষয়ে ব্যাখ্যা করার সময়ে কার্তিক জানান, ব্যাটসম্যানদের কাছে অন্যের ব্যাট প্রতিবেশীর স্ত্রীর মতো। অধিকাংশ ব্যাটসম্যান নিজের ব্যাটের পরিবর্তে অন্যের ব্যাটে খেলতে পছন্দ করেন। 

এমন বক্তব্যের পরই নেটিজেনরা কার্তিকের বিরুদ্ধে নারী বিদ্বেষের অভিযোগ তোলেন। যে কারণে তিনি প্রকাশ্যে ক্ষমা চান। 

প্রসঙ্গত, ভারতের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১৫২ ম্যাচে অংশ নিয়ে একটি সেঞ্চুরি আর ১৬টি ফিফটির সাহায্যে ৩ হাজার ১৭৬ রান সংগ্রহ করেন কার্তিক।