ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আফগানিস্তানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ তালেবান নিহত
Published : Saturday, 3 July, 2021 at 7:51 PM
আফগানিস্তানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ তালেবান নিহতআফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাখশানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ তালেবান সদস্য নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সংঘর্ষে এই হাতহতের ঘটনা ঘটে। টাইমস আব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বাদাখশানের সেনা ক্যাপটেন আবদুল রাজাক শনিবার বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় সংঘর্ষে অন্তত ২০ তালেবান সদস্য নিহত হয়েছেন। এছাড়াও অন্তত তিনজন নিরাপত্তাবাহিনীর সদস্য নিহত হয়েছেন।’

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় জানান, তালেবান যোদ্ধারা গত ২৪ ঘণ্টায় বাদাখশানের তাগাব, কিশিম, তাশকান ও শাহর-ই-বুজার্গ জেলা দখলে করে নিয়েছে।
আফগানিস্তানজুড়ে তালেবানের হামলা প্রতিহত করার চেষ্টা করছে সরকার। তালেবান প্রতিরোধে যোগ দিচ্ছে আফগান নারীরাও। সরকারি কর্মকর্তারা বলছেন, তালেবানের বিরুদ্ধে যারাই লড়তে চাইবে, তাদেরই অস্ত্র ও অন্যান্য সহযোগিতা দেওয়া হবে। ফলে সংঘাতকবলিত আফগানিস্তানে এবার সর্বাত্মক গৃহযুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে।