ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে সাংবাদিক আব্দুল আউয়াল সরকারের ইন্তেকাল
Published : Sunday, 4 July, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার উপজেলা সংবাদদাতা হাজী আব্দুল আউয়াল সরকার (৫২) ইন্তেকাল করেছেন (ইন্না ......... রাজিউন)। গতকাল শনিবার সকাল আনুমানিক ৯টায় মুরাদনগর উপজেলা সদরের মাস্টার পাড়াস্থ নিজ বাসভবনে হৃদ যন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে শেষ নি:শ^াস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ আত্মীয়স্বজণ ও অনেক শুভাকাঙ্খি রেখে গেছেন। বাদ জোহর মুরাদনগর বড় মাদরাসা মাঠে প্রথম জানাযা ও পরে রানীমুহুরী গ্রামে দ্বিতীয় জানাযা শেষে তাঁর প্রতিষ্ঠিত নাদিয়াতুল উলুম নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার পাশে দাফন করা হয়। তিনি দৈনিক জনতা, দৈনিক শিরোনামসহ বিভিন্ন দৈনিক কাজ করছিলেন। এছাড়াও তিনি মুরাদনগর উপজেলা বেসরকারি এতিমখানা কল্যান পরিষদের প্রচার সম্পাদক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুরাদনগর ইউনিট ম্যানেজার হিসেবে ২০ বছর দায়িত্ব পালন করেন। সাংবাদিক হাজী আব্দুল আউয়াল সরকারের মৃত্যুতে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।