মুরাদনগরে কর্মহীন মানুষদের প্রবাসী কল্যাণ সমিতির খাদ্য সামগ্রী বিতরণ
Published : Sunday, 4 July, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
করোনার
থাবায় থমকে গেছে সমগ্র বিশ্ব। লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন শ্রেনি
পেশার মানুষ। যার ফলে খেঁটে খাওয়া পরিবার গুলোতে দেখা দিয়েছে খাদ্য সংকট।
তাদের কথা চিন্তা করে হীরাকান্দা প্রবাসী কল্যাণ সমিতির সহযোগিতায়
মালয়েশিয়া প্রবাসী মনজুর হাসানের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
শনিবার দুপুরে ভ্যান গাড়ীতে করে কুমিল্লার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের
হীরাকান্দা গ্রামের বিভিন্ন পাড়ার শতাধিক মানুষের মাঝে চাল, ডাল, আলু ও
পেয়াজসহ ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণকালে
প্রবাসী মনজুর হাসানের বাবা আব্দুল আওয়াল বলেন, লকডাউনের কারণে খেটে খাওয়া
মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষের দূর্দিনে তাদের পাশে
দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে। সব সময় আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ত্রাণ
নিতে আশা ঝাঁল মূড়ি বিক্রিতা আব্দুল কুদ্দুস বলেন, আমরা দিন এনে দিন খাই।
লকডাউনে আমাদের কাজ বন্ধ হয়ে যাওয়ায় খুব কষ্টে দিনযাপন করছি। আজকের পাওয়া
ত্রান আমাদের খুব উপকারে আসবে।
রিক্সা চালক ইসমাঈলের স্ত্রী সুখিয়া
বলেন, মনজুর হাসান আগেও আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। প্রবাসে থেকেও তিনি
আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছেন। এগুলো পেয়ে আমরা খুবই খুশি।
মৃত
আব্দুল মতিনের ছেলে আবু কাউছার (১২) কান্না বিজড়িত কন্ঠে বলেন, আমাদের ঘরে
আয় রোজগার করার মতো কেউ নেই। যারা এ খাদ্য সামগ্রী দিয়ে আমাদের পরিবারকে
উপকার করেছেন, তাদের জন্য মন থেকে দোয়া করছি।