ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারত থেকে সপ্তাহে ৩ দিন ফিরতে পারবেন পাসপোর্ট যাত্রীরা
Published : Sunday, 4 July, 2021 at 1:27 PM
ভারত থেকে সপ্তাহে ৩ দিন ফিরতে পারবেন পাসপোর্ট যাত্রীরাভারতে থেকে পাসপোর্টধারী বাংলাদেশি যাত্রীরা সপ্তাহে তিন দিন দেশে ফিরতে পারবেন। তবে প্রতিদিনই সরকারের নির্দেশনা মেনে গমন করতে পারবেন আটকেপড়া ভারতীয় নাগরিকরা।

ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এ নির্দেশনায় এবং ভারতের ত্রিপুরাস্থ সহকারী হাইকমিশন কার্যালয়ের বরাত দিয়ে রোববার বিষয়টি নিশ্চিত করে আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন সূত্র জানায়, ভারতে আটকেপড়া বাংলাদেশিরা আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বা অনাপত্তিপত্র নিয়ে এখন থেকে সপ্তাহে তিন দিন ভারত থেকে দেশে ফিরতে পারবেন। এ তিন দিন হলো রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।

অন্যদিকে বাংলাদেশে আটকেপড়া ভারতীয় নাগরিকরা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ভারতীয় হাইকমিশনের তালিকা মোতাবেক নিজ দেশে প্রতিদিনই ভারতে গমন করতে পারবেন।

করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি অবনতি হওয়ায় স্থলপথে ভারত ভ্রমণে গত ২৩ এপ্রিল নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে বাংলাদেশ সরকার নির্দেশনা দেয় ভারতে আটকেপড়া পাসপোর্ট যাত্রীরা ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশন থেকে এনওসি নিয়ে দেশে ফিরতে পারবে।
পরবর্তীকালে গত ৮ মে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরতে পারবেন বলে সরকার নতুন একনির্দেশনা দেয়।

আখাউড়া চেকপোস্ট  ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ যুগান্তরকে জানান, দেশে করোনা সংক্রমণ রোধে ভারতে থেকে পাসপোর্ট যাত্রীরা সপ্তাহে তিন দিন দেশে ফিরতে পারবেন বলে সরকার নতুন নির্দেশনা দিয়েছে। সেই মোতাবেক সপ্তাহে রোববার, মঙ্গলবার ও বুধবার বিকাল ৩টা পর্যন্ত দেশে ফিরতে পারবেন এবং প্রতিদিন পাসপোর্ট যাত্রীরা ভারতে যেতে পারবেন বলে জানান তিনি।