অভিনেত্রী ও সঞ্চালক মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশল চট্টোপাধ্যায় মারা গেছেন। বুধবার ভোরবেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই পরিচালক-প্রযোজক।
আরে এই করোনার মাঝেও স্বামীর মরদেহ সৎকার পর্যন্ত সব রীতিতেই অংশ নিয়েছেন মন্দিরা। কিন্তু তাতে প্রশংসার বদলে তীব্র বিষবাক্যে জর্জরিত হয়েছেন তিনি।
শোকবার্তাকে ছাপিয়ে সেসব কটাক্ষ, সমালোচনায় ভারতের সোশ্যাল মিডিয়া তোলপাড়।
এমনকি দোষ করেছিলেন ভারতের বর্ষীয়ান অভিনেতা কবির বেদীর কন্যা মন্দিরা?
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, এই সৎকারে বিধবার সাদা শাড়ি না পরে জিন্স প্যান্ট পরতে দেখা গেছে তাকে। তা ছাড়া হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী সৎকারে স্ত্রীর অংশগ্রহণ কাম্য নয়।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বেশ কিছু ছবিতে দেখা গেছে, শবদেহ বের করে আনা থেকে শুরু করে অ্যাম্বুলেন্সে দেহ তোলা পর্যন্ত সব কিছুতে অংশ নিয়েছেন মন্দিরা। মরদেহ কাঁধেও তুলেছেন, আগুনের মালসাও হাতে তুলে নেন তিনি।
এ সময় জিন্স প্যান্ট ও টি-শার্ট পরেই এসব রীতি সম্পন্ন করেন মন্দিরা।
এমন সব ছবি ও ভিডিও ভাইরাল হলে, সমালোচনায় মাতেন ভারতীয় নেটিজেনদের একাংশ।
মন্দিরাকে আক্রমণ করে কেউ কেউ বলেছেন, এমন শোকের সময়ে সাদা টি-শার্ট আর জিন্স পরে বাড়ির বাইরে বেরিয়েছেন মন্দিরা। সৎকারে অংশ নিয়েছেন। কিন্তু সাদা শাড়ি পরা উচিত ছিল তার।
অনেকে আবার ধর্মীয় রীতির প্রসঙ্গ টানেন। তাদের মতে, ‘ধর্মীয় রীতি অনুযায়ী স্বামীর সৎকারে স্ত্রী অংশগ্রহণ করেন না। শ্মশানেও যাওয়া বারণ। এখানে এসবকি হচ্ছে! কেউ কিছু বলছেও না।’
আবার পাল্টা প্রতিক্রিয়াও জানিয়েছেন অনেকে। স্বামীকে কাঁধ দেওয়ার দৃষ্টান্তে মুগ্ধ হয়েছেন অনেকে। তাদের মতে, পোশাক মুখ্য নয়, এখানে স্বামীর প্রতি মন্দিরা মায়া-প্রেমটা আগে দেখুন।
প্রসঙ্গত, হৃদরোগে আত্রান্ত হয়ে মারা গেছেন মন্দিরার স্বামী। ‘পেয়ার মে কভি কভি’ বা ‘শাদি কা লাড্ডু’-র পাশাপাশি বিজ্ঞাপনের একাধিক ছবি পরিচালনা করেছিলেন রাজ। পরিচালক ওনিরের প্রথম ছবি ‘মাই ব্রাদার নিখিল’-এর প্রযোজক ছিলেন তিনি।
অন্যদিকে ১৯৯৪ সালে টেলি ধারাবাহিক 'শান্তি'-তে অভিনয় করে জনপ্রিয়তা পান মন্দিরা বেদী। দুরদর্শনের বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করতেও দেখা গেছে তাকে। পরবর্তীকালে ক্রীড়া সঞ্চালক হিসাবে জনপ্রিয়তা পান মন্দিরা।