ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চার দিনের ব্যবধানে দুই ভাইয়ের প্রাণ গেলো করোনায়
Published : Sunday, 4 July, 2021 at 1:34 PM
চার দিনের ব্যবধানে দুই ভাইয়ের প্রাণ গেলো করোনায়গাজীপুরের কালিয়াকৈরে চার দিনের ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে দুই ভাই মারা গেছেন। তারা হলেন- উপজেলার জাথালিয়া গ্রামের মৃত নওশের আলীর ছেলে মামুন মিয়া (৫০) ও শহীদ মিয়া (৪৫)। এছাড়া একই গ্রামের তরফ আলীর ছেলে বশির উদ্দিন বাচ্চু (৪২) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

রবিবার (৪ জুলাই) উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ওই গ্রামের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি।

এলাকাবাসীর বরাত দিয়ে আব্দুল হাকিম জানান, গত মঙ্গলবার (২৯ জুন) করোনায় আক্রান্ত হয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে শহীদের মৃত্যু হয়। এর চার দিন পর শনিবার (৩ জুলাই) তার বড় ভাই মামুন করোনায় শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই উপসর্গ নিয়ে শনিবার নিজ বাড়িতে বাচ্চুর মৃত্যু হয়। চার দিনের ব্যবধানে একই গ্রামে তিন জনের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

তিনি আরও জানান, করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের লাশ বিশেষ প্রক্রিয়ায় দাফন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা হয়েছে। গ্রামে চলাচল ও সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে।