ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাপানে ভূমিধস: নিহত ২, উদ্ধারকাজ চলছে
Published : Sunday, 4 July, 2021 at 1:57 PM
জাপানে ভূমিধস: নিহত ২, উদ্ধারকাজ চলছেজাপানে ভারি বর্ষণের পর ভূমিধসে ক্ষতিগ্রস্ত আতামি শহরে নিখোঁজ ২০ জনের সন্ধানে তল্লাশি ও উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।
শনিবারের ওই ভূমিধসে অন্তত দুই জন নিহত হয়েছেন বলে বার্তা সংস্থা কিয়োদো জানিয়েছে।

রাজধানী টোকিও থেকে ৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের সমুদ্র তীরবর্তী শহরটিতে বন্যা, ভূমিধস ও নেমে আসা কাদাপানিতে ঘরবাড়ি বিধ্বস্ত হয় ও অর্ধনিমজ্জিত হয়ে যায়। রোববার সকাল পর্যন্ত এসব বাড়িগুলোর অন্তত ১০ বাসিন্দাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। 

ভূমিধসে শহরটির প্রায় ৮০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কিয়োদো জানিয়েছে।  

বার্তা সংস্থা রয়টার্স জানিযেছে, পরিস্থিতি মোকাবেলায় জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জরুরি টাস্কফোর্স গঠন করেছেন। ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলেছেন তিনি।

জাপানে প্রায়ই ভূমিকম্প, সুনামি ও অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বন্যা ও ভূমিধস হয়ে থাকে।

সুগা ও তার মন্ত্রিসভার সদস্যরা রোববার স্থানীয় সময় সকাল ১১টায় আতামির বিপর্যয় নিয়ে আলোচনায় বসবেন বলে জানিয়েছে কিয়োদো।

শিজোকু প্রশাসনিক অঞ্চলের পুলিশ, দমকল কর্মী এবং জাপানের সামরিক বাহিনীর প্রায় ৭০০ সদস্য রোববার ভোর থেকে আতামিতে ফের তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে।

ক্ষতিগ্রস্ত এলাকাটি থেকে রোববার সকালে প্রায় ৩৮৭ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে জাপানের বার্তা সংস্থাটি। ওই সময় এলাকাটিতে কিছুক্ষণ পর পর থেমে থেমে বৃষ্টি ঝড়ছিল।