ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এবারের কেন্দ্রীয় চুক্তিতেও হাফিজ নেই কেন, জানাল পিসিবি
Published : Sunday, 4 July, 2021 at 2:18 PM
এবারের কেন্দ্রীয় চুক্তিতেও হাফিজ নেই কেন, জানাল পিসিবিমহামারি করোনাভাইরাসের কারণে আর্থিক সংকটে পড়ে বিশ্বের অধিকাংশ দেশ খেলোয়াড়দের বেতন বাড়ানোর পক্ষে নয়। তবে বাংলাদেশের মতোই উল্টো পথে হাঁটল পাকিস্তান।

মহামারির এই সংকটের মধ্যেও ক্রিকেটারদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

'এ' থেকে 'সি' পর্যন্ত তিন ক্যাটাগরির ক্রিকেটাররা আগের চেয়ে ২৫ শতাংশ বেতন বেশি পাবেন নতুন চুক্তিতে।

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ২০ ক্রিকেটার। চুক্তিতে নতুন করে সুযোগ পেয়েছেন আটজন, বাদ পড়েছেন ৯ জন।

আগের মতোই এবারও বাদ পড়েছেন দেশটির অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। এবারও  চুক্তিতে হাফিজের নাম নেই।

 এর কারণ হিসেবে মনে করা হচ্ছে, পিসিবির সঙ্গে হাফিজের দীর্ঘদিন ধরে চলমান বিরোধমূলক সম্পর্ক।

এর আগের চুক্তিতে (২০২০-২১ মৌসুম) হাফিজকে ‘সি’ ক্যাটাগরিতে রেখেছিল পিসিবি। বিষয়টিতে অপমানিত বোধ করে পিসিবির সেই কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দেন হাফিজ।

যথেষ্ট যুক্তিও ছিল এ অলরাউন্ডারের। ওই সময় ব্যাট হাতে দুর্দান্ত পারফরমার ছিলেন হাফিজ। ৯ ইনিংসে করেছেন পাঁচ ফিফটি। বিশের নিচে আউট হন কেবল দুবার। সব মিলিয়ে ১০ ম্যাচে ৮৩ এভারেজে ৪১৫ রান করেন টি-টোয়েন্টির অন্যতম পারফরমার।

তবু তাকে তুচ্ছতাচ্ছিল্যই করেছে পিসিবি।

তবে এবার কেন্দ্রীয় চুক্তিতে হাফিজকে না রাখার কারণ হিসেবে তার ফর্মহীনতার কথাই জানিয়েছে পিসিবি।

পিসিবি জানিয়েছে, ৪১ বয়সি এ তারকা এখন আর ফর্মে নেই। ২০২১ সালে মাত্র ১৩ এভারেজে ৬৫ রান করেছেন হাফিজ। তাই তিনি কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্তির যোগ্যতা হারিয়েছেন।

তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান