কুমিল্লার বরুড়া উপজেলা লক ডাউনের চতুর্থ দিনে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে।উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পুলিশ বাহিনী সকাল থেকে শুরু করে একটানা ১৩/১৪ ঘন্টা কঠোর পরিশ্রম করে লক বাস্তবায়ন করেন। রবিবার লক ডাউনের চতুর্থ দিনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভুমি যৌথ ভাবে মোট ১২ জন পথ চারীকে মাস্ক না পড়ার অপরাধে ৩ হাজার ২ শত টাকা জরিমানা করেন।
এছাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার মজুমদার সারাদিন এক বাজার থেকে আরেক বাজার লক ডাউন বাস্তবায়নে মনিটরিং করেন। গতকাল বরুড়া উপজেলা ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনা নিয়ন্ত্রণে সরকারের এ পদক্ষেপ কে বাস্তবায়নের জন্য বরুড়ার প্রশাসন কঠোর পরিশ্রম করে যাচ্ছে। বিভিন্ন সামাজিক সংগঠন
লক ডাউন বাস্তবায়নে কাজ করছে।