ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রোমাঞ্চকর টাইব্রেকারে সুয়ারেসদের বিদায়, সেমিতে কলম্বিয়া
Published : Monday, 5 July, 2021 at 12:00 AM
লড়াই হলো সেয়ানে-সেয়ানে। বল দখলের লড়াইয়ে সমানে-সমান। আক্রমণেও প্রায় তাই। ফলে ম্যাচ গড়াল গিয়ে রোমাঞ্চকর টাইব্রেকারে। আর টাইব্রেকারে ভাগ্যের পাল্লা ভারী হলো কলম্বিয়ার দিকে। টাইব্রেকারে ব্যবধান গড়ে দিলেন গোলরক দাভিদ ওসপিনা। তার নৈপুণ্যে উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনালে উঠল কলম্বিয়া।
ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোরে শেষ চারে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে কলম্বিয়া ও উরুগুয়ে। যেখানে টাইব্রেকারে উরুগুয়েকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালের তৃতীয় টিকিট জিতে নিয়েছে কলম্বিয়া।
টাইব্রেকারে কলম্বিয়ার চার শটের সবকটিই পেয়েছে জালের দেখা। কিন্তু উরুগুয়ের চার শটের মাত্র দুটিতে হয়েছে গোল; তাদের হোসে হিমেনেস ও মাতিয়াস ভিনার শট ঠেকিয়ে জয়ের নায়ক ওসপিনা।
ম্যাচে প্রথম উল্লেখযোগ্য সুযোগও পায় কলম্বিয়া। তবে দ্বাদশ মিনিটে উইরিয়াম তেসিয়োর হেড ক্রসবারের একটু ওপর দিয়ে যায়। ৩৩তম মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে উরুগুয়ের মিডফিল্ডার আরাসকায়েতার নেওয়া শটও হয় ল্যভ্রষ্ট।
৬০তম মিনিটে ভালো পজিশনে বল পেয়ে প্রতিপরে পায়ে মেরে হতাশ করেন লুইস সুয়ারেস। ৭৩তম মিনিটে কলম্বিয়ার স্ট্রাইকার দুভান জাপাতার জোরালো হেড কোনোমতে পা দিয়ে ঠেকান ফের্নান্দো মুসলেরা।
বাকি সময়ে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কেউ। পরে টাইব্রেকারে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নদের বিদায় করে উল্লাসে ভাসে কলম্বিয়া।  
ফাইনালে ওঠার লড়াইয়ে ২০০১ আসরের চ্যাম্পিয়ন কলম্বিয়া খেলবে আর্জেন্টিনা ও একুয়েডরের মধ্যে বিজয়ীর বিপ।ে