চেকদের হারিয়ে ইউরোর সেমিতে ডেনমার্ক
Published : Monday, 5 July, 2021 at 12:00 AM
ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউটে চেক রিপাবলিক আর ডেনমার্কের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করলেন ফুটবলপ্রেমীরা। দুর্দান্ত লড়াইয়ের পর শেষ হাসি হেসেছে ডেনমার্ক। চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নাম লেখালো ডেনমার্ক। ড্যানিশদের এবার মিশন ওয়েম্বলি।
১৯৯২ সালে প্রথমবার ইউরো কাপ জয়ের পর এই প্রথম ডেনমার্ক খেলবে ইউরোর সেমিফাইনালে। গতবার ইউরোর মূলপর্বে যোগ্যতাই করতে পারেনি ডেনমার্ক। ২০১২ ইউরোয় গ্রুপ লিগ থেকেই বিদায় নেয়।
ম্যাচের ৬ মিনিটের মধ্যেই ড্যানলির গোলে এগিয়ে যায় ডেনমার্ক। এরপর একাধিক গোলের সুযোগ পায় ড্যানিশরা। ম্যাচের ৪২মিনিটে ডোলবার্গ ডেনমার্কের লিড দ্বিগুণ করেন।
চেক রিপাবলিক বেশ কয়েকটি কর্নার পেয়েছে। সুযোগও তৈরি করেছিল। কিন্তু ডেনমার্কের রণ সে সব সামলে নেয়। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ড্যানিশরা।
দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় চেক রিপাবলিক। একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। গোলও পেয়ে যায় চার মিনিটের মাথায়। স্কিচেকের দুরন্ত গোলে ম্যাচ জমিয়ে দেয় চেক। এরপর একের পর আক্রমণ করতে থাকে চেক দল। তবে শেষ অবধি চেকমেট করল ডেনমার্কই। দ্বিতীয়ার্ধে দারুণ খেলে লড়াইয়ে ফিরলেও হার বাঁচাতে না পারায় বিদায় নিতে হলো চেকদের।