Published : Monday, 5 July, 2021 at 12:00 AM, Update: 05.07.2021 12:03:24 AM
প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাইয়ে বিলুপ্তপ্রায় বন্য প্রাণী সজারু উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর উপজেলা নির্বাহী অফিসার অজিত দেবকে জানালে তিনি উপজেলা বন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন খন্দকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ।
গতকাল রবিবার সকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দক্ষিণ ধনপুর গ্রামের মোঃ দুলাল হোসেনের বাড়ি সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ের থেকে সজারুটিকে উদ্ধার করা হয়। সজারুটি উদ্ধার করে দুলাল হোসেন ইউএনও লালমাইকে বিষয়টি জানান।
উপজেলা বন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন খন্দকার জানান, ররিবার সকালে সজারুটি ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লোকালয়ে দুলাল হোসেনের বাড়িতে আশ্রায় নেয়। স্থানীয় জনগণ দেখতে পেয়ে সজারুটিকে উদ্ধার করে ইউএনও অজিত দেব স্যারকে জানান।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সজারুটিকে উদ্ধার করে রাজেশপুর ইকো পার্কে অবমুক্ত করা হয়।