ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কাপ্তাই হ্রদের তীরে ভেঙে পড়লো ৫ দোকান
Published : Monday, 5 July, 2021 at 12:38 PM
কাপ্তাই হ্রদের তীরে ভেঙে পড়লো ৫ দোকানরাঙ্গামাটিতে আকস্মিকভাবে ভেঙে পড়েছে কাপ্তাই হ্রদের তীরে অবস্থিত পাঁচটি দোকানঘর। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে দোকানগুলো।

সোমবার (৫ জুলাই) সকালে শহরের রিজার্ভ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দোকানদাররা জানান, গত কিছুদিন ধরে দোকানগুলো ধীরে ধীরে ফাঁক হয়ে যাচ্ছিলো। বৃষ্টিতে মাটিও নরম হয়ে পড়েছিল। বিষয়টি মালিকদেরকে জানানো হয়। একপর্যায়ে সোমবার সকালে সবগুলো দোকান একসঙ্গে ভেঙে পড়ে। দোকানের নিচে একটি বহুতল ভবন নির্মাণের জন্য মাটি কাটা হলে দোকানগুলো ঝুঁকিতে পড়ে বলে অভিযোগ দোকানদারদের।


কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানায়, দোকানগুলোর নিচে একটি বড় দালান নির্মাণ করা হচ্ছে। গত কিছুদিন ধরে বৃষ্টি হওয়ায় মাটি নরম হয়ে পড়ে। এরপর সোমবার সকালে দোকানগুলো ভেঙে পড়ে। দিনের বেলায় হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকানগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বেলাল হোসেন জানান, ফায়ার সার্ভিস ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নেয়।