ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এলসার ভয়ে প্রায় দুই লাখ মানুষ সরিয়ে নিল কিউবা
Published : Monday, 5 July, 2021 at 2:05 PM
এলসার ভয়ে প্রায় দুই লাখ মানুষ সরিয়ে নিল কিউবাগ্রীষ্মমণ্ডলীয় ঝড় এলসার প্রভাবে ক্যারিবীয় অঞ্চলে অন্তত তিনজনের মৃত্যুর পর উপকূলীয় এলাকা থেকে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কিউবা। এর জেরে দ্বীপরাষ্ট্রটির বেশ কিছু প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে।

মায়ামি-ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, কিউবার একাধিক প্রদেশসহ জ্যামাইকা, ফ্লোরিডা কিস এবং ফ্লোরিডার দক্ষিণপশ্চিম উপকূলে ঝড়ের সতর্কতা চলছে।

বিপদের আশঙ্কায় থাকা লোকজনের জন্য আশ্রয়কেন্দ্র খুলেছে কিউবার সরকার। এছাড়া আখ ও কোকোর মতো শস্য রক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।


ঝড়টিতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে প্রতি ঘণ্টায় ৯৫ কিলোমিটার। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, শনিবার পর্যন্ত ক্যাটাগরি এক মাত্রার হারিকেন ছিল এলসা। এর প্রভাবে গত শুক্রবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আঘাতে সেন্ট লুসিয়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া ডমিনিকান রিপাবলিকে শনিবার দেয়ালধসে দুইজন মারা গেছেন।

সূত্র: আল জাজিরা