কুমিল্লার দেবিদ্বারে করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সহায়তা শুরু করেছেন সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। এরই মধ্যে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করছেন। বিনামূল্যে অক্সিজেন সেবার সমন্বয়ক ময়নাল হোসেন ভিপি জানান, ফোন পেলেই করোনা আক্রান্ত রোগীর বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়া হচ্ছে। অক্সিজেন ফুরিয়ে গেলে পুরানো সিলিন্ডার সংগ্রহ করে নতুন সিলিন্ডার দিয়ে আসছেন।
সংসদ সদস্য রাজী ফখরল বলেন, করোনা ভয়াবহতা দিন দিন বেড়ে চলছে। দেবিদ্বার এলাকায় যাতে অক্সিজেনের অভাবে কেউ মারা না যায় সে জন্য পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। আর তা বিনামূল্যেরই সরবরাহ করা হবে। জরুরি মুহুর্তে কেউ ফোন দিলে স্বেচ্ছাসেবীরা তাদের বাড়ি বাড়ি অক্সিজেন পৌছে দিয়ে আসবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহমেদ কবীর বলেন, দেবিদ্বারে করোনা রোগীদের জন্য পর্যাপ্ত অক্সিজেন জরুরি প্রয়োজন। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের স্বল্পতা রয়েছে। সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবা একটি মাইলফলক দৃষ্টান্ত।
ইউএনও রাকিব হাসান বলেন, করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেন স্বল্পতায় বা শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তির জন্য দেবিদ্বারে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বাসিন্দারের জন্য হটলাইন ০১৮১৯-৮৫৭৫৪৭ এ নম্বরে কল করলে তাৎক্ষণিক তাঁর বাড়িতে অক্সিজেন পৌঁছে যাবে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি নম্বরে কল করেও যেকোন সহযোগিতা ও পরামর্শ নিতে পারবেন। ২৪ ঘণ্টাই এ সেবা চালু থাকবে।