ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে হ্যালো ছাত্রলীগের করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন
শাহীন আলম
Published : Monday, 5 July, 2021 at 6:10 PM, Update: 05.07.2021 7:07:39 PM
 দেবিদ্বারে হ্যালো ছাত্রলীগের করোনা প্রতিরোধক বুথ উদ্বোধনকুমিল্লার দেবিদ্বারে হ্যালো ছাত্রলীগের উদ্যোগে করোনা প্রতিরোধক বুধ উদ্বোধন করা হয়েছে।  রোববার দুপুরে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এ বুথ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসান, ভাইসচেয়ারম্যান মো.আবুল কাশেম ওমানী, হ্যালো ছাত্রলীগের কর্ণধার ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু কাউছার অনিক, প্রভাষক মো.সাইফুল ইসলাম শামীম, উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন প্রমুখ।  
আবু কাউছার অনিক জানান, দেবিদ্বার পৌরসভাসহ জনগুরুত্বপূর্ণ ৮টি স্থানে এ বুথ থাকবে। পথচারী যারা মনের ভুলে মাস্ক আনবেন না অথবা মুখের পুরানো মাস্ক বুথের বক্সে ফেলে বিনামূল্যে হাত হ্যান্ড স্যানিটাইজার করে মাস্ক নিতে পারবেন। আবু কাউছার অনিক জানান, দেবিদ্বার পৌরসভাসহ জনগুরুত্বপূর্ণ ৮টি স্থানে এ বুথ থাকবে। পথচারী যারা মনের ভুলে মাস্ক আনবেন না অথবা মুখের পুরানো মাস্ক বুথের বক্সে ফেলে বিনামূল্যে হাত হ্যান্ড স্যানিটাইজার করে মাস্ক নিতে পারবেন। 
তিনি আরও বলেন, এ বুথটি জনসাধারণের জন্য খোলা থাকবে সকাল ৯ টা থেকে সন্ধ্যান ৬ টা পর্যন্ত। বিনামূল্যে এ বুথে এসে যে কেউ সেবা নিতে পারবেন। তিনি আরও বলেন, এ বুথটি জনসাধারণের জন্য খোলা থাকবে সকাল ৯ টা থেকে সন্ধ্যান ৬ টা পর্যন্ত। বিনামূল্যে এ বুথে এসে যে কেউ সেবা নিতে পারবেন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, হ্যালো ছাত্রলীগের এ জনস্বার্থ কাজটি উদ্যোগে খুবই ভালো। এ বুথ থেকে সাধারণ মানুষ বিনামূল্যে মাস্ক ও দুই হাত হ্যান্ড স্যানিটাইজার করতে পারবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, হ্যালো ছাত্রলীগের এ জনস্বার্থ কাজটি উদ্যোগে খুবই ভালো। এ বুথ থেকে সাধারণ মানুষ বিনামূল্যে মাস্ক ও দুই হাত হ্যান্ড স্যানিটাইজার করতে পারবেন।