ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় একদিনে সর্বোচ্চ ২৮২জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪
Published : Monday, 5 July, 2021 at 6:29 PM, Update: 05.07.2021 7:28:40 PM
কুমিল্লায় একদিনে সর্বোচ্চ ২৮২জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪জহির শান্ত: কুমিল্লায় একদিনে রেকর্ড সর্বোচ্চ ২৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরো ৪ জন। এর আগে গত ১ জুলাই এ জেলায় সর্বোচ্চ ১৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। সোমবার (৫ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এ তথ্য।
গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮২ জনের মধ্যে ১৪৩জনই সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। আর মারা যাওয়া ৪ জনের মধ্যে তিনজনের বাড়িও কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায়। মারা যাওয়া অপর ব্যক্তির বাড়ি লাকসাম উপজেলায়। এছাড়াও গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৫০ জন করোনা রোগী সুস্থ হয়েছে বলেও জানা গেছে।
এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়ালো ১৫ হাজার ২৫৯ জনে। এর মধ্যে প্রাণ হারিয়েছে ৪৯৩ জন। আর সুস্থ হয়েছে ১১ হাজার ৯৮৫ জন।
কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেইন বলেন, কুমিল্লায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এ জেলায় গত ২৪ ঘন্টায় রোগী শনাক্তের হার ৪২ দশমিক ১ শতাংশ। সবাইকে সতর্ক থেকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান তিনি।