কুমিল্লার বরুড়া উপজেলা পৌর সদর বাজার সহ সকল হাট বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে সকল দোকান পাট বন্ধ থাকার ঘোষণা দিয়েছে স্হানীয় প্রশাসন।
আগামীকাল মঙ্গলবার বরুড়া পৌর সদর হাটের দিন হওয়ায় এ ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। গত দুই দিনে বরুড়া উপজেলা ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৪৭ জনকে নমুনা পরীক্ষা করে ৩০ জন আক্রান্ত হওয়ায় স্হানীয় প্রশাসন কে বিষয় টি নিয়ে ভাবিয়ে তুলেছে।
প্রশাসন কঠোরভাবে নজরদারী করছে।যাতে করে শত ভাগ লক ডাউন সফল করতে পারে।
উপজেলা সদরে মাইকিং করে সকলে বাড়িতে থাকার অনুরোধ জানান এবং সকল দোকান পাট বন্ধ রাখার নির্দেশ দিয়ে স্হানীয় প্রশাসন মাইকিং করছে।
মুখে মাস্ক না থাকিলে বড় ধরনের জরিমানা করবেন বলে জানা যায়। গতকাল সোমবার মুখে মাস্ক না থাকার কারনে ৪ জন কে ১৪ শ টাকা জরিমানা করেন।
উপজলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম সহকারী কমিশনার ভুমি মীর রাশেদুজ্জামান রাশেদ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার মজুমদার বরুড়া উপজেলা বাসীকে বাড়িতে থাকার অনুরোধ জানিয়ে বলেন, মুখে মাস্ক ছাড়া বের হলে কঠিন শাস্তি ভোগ করতে হবে। বিনা প্রয়োজনে বাজারে আসার প্রয়োজন নেই।