ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্পেন-ইতালি সেমিফাইনাল কখন, দেখবেন কোথায়
Published : Tuesday, 6 July, 2021 at 1:17 PM
স্পেন-ইতালি সেমিফাইনাল কখন, দেখবেন কোথায়১৯৯৪ বিশ্বকাপটা খুব করে মনে থাকার কথা লুই এনরিকের। কোয়ার্টার ফাইনালে তার দল স্পেন মুখোমুখি হয়েছিল ইতালির। ওই ম্যাচটাতেই এনরিকের নাক ভেঙে দিয়েছিলেন ইতালির মাউরো তাসোত্তি! ওয়েম্বলিতে ইউরোর সেমিফাইনালে দল দুটি আবারও মুখোমুখি হওয়ায় ২৭ বছর আগেকার কাণ্ডের কথা মনে পড়ে যাওয়ার কথা এনরিকের। কারণ সাবেক এই স্প্যানিশ খেলোয়াড়ই এখন স্পেনের কোচ! মঙ্গলবার রাত ১টায় প্রথম সেমির ম্যাচটি দেখাবে সনি টেন-২।   

অবশ্য সেই পুরনো ঘটনা মনে করিয়ে শিষ্যদের তাতিয়ে দিতে পারবেন কিনা এ নিয়েও সংশয় অনেকের। রবার্তো মানচিনির হাত ধরে পুরোপুরি নতুন ঘরানার ফুটবল খেলছে ইতালি। রক্ষণাত্মক ফুটবল খেলা দলটি এখন আগ্রাসী ফুটবলে বিশ্বাসী। অথচ গত বিশ্বকাপে তো বাছাই পর্বই পার হতে পারেনি। সেই দলটিই কিনা শেষ ৩২ ম্যাচ অপরাজিত!

স্পেনকে অবশ্য প্রেরণা জোগাতে পারে ইউরোর ২০১২ সালের ফাইনাল। সেবার আজ্জুরিদেরর ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা ঘরে তুলেছিল। সর্বশেষ আসরে অবশ্য শেষ ষোলোতেই স্প্যানিশদের বিদায় ঘণ্টা বাজিয়েছিল ইতালি।

তাই এই স্প্যানিশদের ভীষণ সমীহ ইতালি কোচ মানচিনির, ‘গত ২০ বছর ধরে স্পেন ফুটবলে আধিপত্য করে খেলেছে। আমার মনে হয় না ওরা নিজেদের খেলার ধরন পাল্টাবে। নিজস্ব স্বকীয়তার জন্যেই ওরা বাড়তি সাফল্য পেয়েছে। আমাদের বেলাতেও কিছুটা ভিন্নতা থাকবে। সেটাই ম্যাচে চেষ্টা করবো।’

মুখোমুখি লড়াইয়ে দুই দলই প্রায় সমানে সমান। ৩৬ ম্যাচে ইতালির জয় ১১টিতে, স্পেনের ১২টিতে। ড্র হয়েছে ১৩টি। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও এনরিকে বলছেন, ‘আমি সব সময়ই বলেছি ইউরোয় সেরা আট শিরোপা দাবিদারের মধ্যে আমরা একটি। এখন আছি সেরা চারে। তাই সেমিফাইনালে এসে শিরোপা নিয়ে ভাবাটাই যৌক্তিক।’