কোপার সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে সহজে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে স্বাগতিক ব্রাজিল। ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা কিংবা কলম্বিয়া। কাল ভোরেই সেটা নির্ধারিত হয়ে যাবে। আজকের ম্যাচের গোলটি করেছেন লুকাস পাকেতা। আর বলটি সাজিয়ে দেন নেইমার। ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে খুশি হলেও নেইমার চটেছেন রেফারির ওপর।
ম্যাচ শেষে নেইমার জানান, চিলিয়ান রেফারি তোবারের আচরণে তিনি খুব অসন্তুষ্ট। রেফারি সম্পর্কে নেইমার বলেন, 'রেফারি হিসেবে সে এমনটা করতে পারে না। সে যেভাবে খেলোয়াড়দের দিকে তাকিয়েছে এবং কথা বলেছে তাতে তার প্রতি সম্মান থাকে না। সে আক্রমণাত্মক থাকায় আমি ম্যাচের শুরু থেকেই তার সাথে কথা বলতে যাই। তার এই উগ্র মেজাজে মনে হয় না সে কোপার সেমিফাইনালে রেফারি করার যোগ্যতা রাখে।'
প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের হাতে। তাও গোল আসতে তুলনামূলকভাবে দেরি হয়েছে। ৩৫ মিনিটে পেরুর রক্ষণ ভেঙে ডিবক্সের বাঁ দিকে বিপজ্জনকভাবে ঢুকে যান নেইমার। তিনজন ডিফেন্ডার চেষ্টা করেও নেইমারের পা থেকে বল কেড়ে নিতে পারেননি। উল্টো নেইমার কাটব্যাক করে বল পাঠিয়ে দেন মাঝখানে অপেক্ষা করতে থাকা মিডফিল্ডার পাকেতার দিকে। এর আগেই নেইমারের দিকে এগিয়ে যান গোলকিপার পেদ্রো গালেসে। ফাঁকা গোলপোস্টে সহজেই বল ঠেলে দেন পাকেতা।