রংপুর বিভাগে করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। তবে গত তিন দিনের তুলনায় ২৪ ঘণ্টায় মৃত্যুর হার কিছুটা কমেছে। বিভাগের আট জেলায় মারা গেছেন আরও নয় জন। এই সময়ে ৬১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ছয় দিনে করোনায় মোট ৭২ জনের মৃত্যু হলো। মঙ্গলবার (৬ জুলাই) রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় দিনাজপুরে তিন জন, ঠাকুরগাঁওয়ে দুই জন, রংপুরে তিন জন ও নীলফামারীতে এক জন মারা গেছেন। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৯১ জনে। আক্রান্তের হার শতকরা ৩৬ দশমিক ৭৬ শতাংশ।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বিভাগের আট জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁওয়ে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ পর্যন্ত রংপুর বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ৬৫ হাজার ৫৫০ জনের। তাদের মধ্যে ২৯ হাজার ৫৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৪০ জন।
ডা. জাকিরুল ইসলাম জানান, সীমান্তবর্তী জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাটে এবং বিভাগীয় নগরী রংপুরে সংক্রমণের হার বেশি। এর মধ্যে দিনাজপুরে আক্রান্তের সংখ্যা নয় হাজার ৫৩৭, রংপুরে ছয় হাজার ৬২৪ জন ও ঠাকুরগাঁওয়ে তিন হাজার ৯৭৬ জন। সবচেয়ে কম আক্রান্ত লালমনিরহাটে, এক হাজার ৬৭৭ জন। স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।
রংপুর করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে রোগী ভর্তি বন্ধের বিষয়ে তিনি বলেন, শয্যা খালি না থাকায় মঙ্গলবারও রোগী ভর্তি বন্ধ আছে। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে আজ থেকে রোগী ভর্তি শুরু হবে।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল ইসলাম জানান, হাসপাতালে ৩১ শয্যার ইউনিটে আইসিইউ স্থাপন করার চেষ্টা করা হচ্ছে।