ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাংলাদেশ ম্যাচের আগে জিম্বাবুয়ের দুই ক্রিকেটার আইসোলেশনে
Published : Tuesday, 6 July, 2021 at 6:10 PM
বাংলাদেশ ম্যাচের আগে জিম্বাবুয়ের দুই ক্রিকেটার আইসোলেশনেহারারে টেস্ট শুরুর ২৪ ঘণ্টাও বাকি নেই। এর মধ্যেই জিম্বাবুয়ে দলে করোনাভাইরাস আতঙ্ক! দলটির নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেগ আরভিন আইসোলেশনে থাকায় অনুশীলনে যোগ দিতে পারেননি। এমনকি তাদের ছাড়াই বুধবার বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে জিম্বাবুয়ে।

মূলত উইলিয়ামস ও আরভিন কোভিড আক্রান্ত স্বজনের সংস্পর্শে গিয়েছিলেন। এই কারণে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড তাদের আইসোলেশনে পাঠিয়েছে। এ ব্যাপারে দলটির মিডিয়া ম্যানেজার ডার্লিংটন বলেছেন, ‘নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেগ আরভিন ২০ জনের স্কোয়াডে ছিলেন। কিন্তু তারা দলে যোগ দিতে পারেননি। কোভিড আক্রান্ত স্বজনের সংস্পর্শে যাওয়ায় কারণে তাদের আইসোলেশনে রাখা হয়েছে। উইলিয়ামসের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে দলকে নেতৃত্ব দেবেন ব্রেন্ডন টেলর।’

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামার আগে এমন খবর নিশ্চিতভাবেই বড় ধাক্কা। এমনিতেই তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ, তার মধ্যে গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারকে হারানো বেশ কঠিন পরিস্থিতিতেই ফেলে দেবে স্বাগতিক