গত ২৪ ঘন্টায় ৭ জনসহ কুমিল্লায় সর্বমোট করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা ৫শ ছুঁয়েছে। গত এক মাসে মৃত্যু হয়েছে ৫৮ জনের। এদিকে প্রতিদিনের আপডেটেও কুমিল্লা জেলায় সংক্রমণ হার ৪১ শতাংশের বেশি। সর্বশেষ পাওয়া কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য থেকে এই পরিসংখ্যান জানা গেছে। এছাড়া গত ২৪ ঘন্টায় জেলায় ৭৩৫টি নমুুনা পরীক্ষার বিপরীতে করোনা পজেটিভ হয়েছেন ৩০৩ জন। এ নিয়ে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৫৬২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৭ জন। সবশেষ ৫২ জন করোনা ভাইরাস আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন। কুমিল্লায় করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণ নিয়ে আশংকা প্রকাশ করেছেন জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন। কুমিল্লায় সংক্রমণ চিত্রে দেখা গেছে একটি পরিবারে কেউ একজন আক্রান্ত হলেও সেই পরিবারের প্রায় সবাই আক্রান্ত হচ্ছেন। রোগী বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ৫০ শয্যা এবং সদর হাসপাতালের করোনা ইউনিটে আরো ৩০ শয্যা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া রোগীর চাহিদা অনুসারে বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও চিকিৎসা ব্যবস্থা চালু হয়েছে বলে জানান সিভিল সার্জন।
কুমিল্লা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, কুমিল্লার সরকারি দু’টি করোনা ইউনিটেই ধারণক্ষমতার বেশি করোনা আক্রান্তকে চিকিৎসা দেয়া হচ্ছে।