ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৫৬ শতাংশ মৃত্যুই ঢাকা ও খুলনায়
Published : Tuesday, 6 July, 2021 at 7:09 PM
৫৬ শতাংশ মৃত্যুই ঢাকা ও খুলনায়
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬৩ জন। গতকাল মারা যান ১৬৪ জন। এদের মধ্যে ৫৬ শতাংশ মৃত্যুই ঢাকা ও খুলনা বিভাগে। মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ দিন ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৪৫ জনের এবং খুলনা বিভাগে ৪৬ জনের।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, বরিশাল বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ১১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জন মারা গেছেন।

ঢাকা বিভাগের মধ্যে ঢাকা মহানগরসহ জেলায় মৃত্যু হয়েছে ১৬ জনের এবং টাঙ্গাইলে মৃত্যু ৯ জনের।

খুলনা বিভাগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়, ১৭ জন। এছাড়া খুলনা জেলাতেও মারা গেছেন ১০ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ষাটোর্ধ আছেন ৯১ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন মারা গেছেন।