জাপানে জরুরি অবস্থা, হচ্ছে তো টোকিও অলিম্পিক?
Published : Friday, 9 July, 2021 at 12:00 AM
করোনাভাইরাস মহামারি রোধে রাজধানী টোকিওতে জরুরি অবস্থা ঘোষণা করেছে জাপান সরকার। তাতে অলিম্পিক আয়োজন নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হলো।
প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানান, আগামী ১২ জুলাই থেকে এই জরুরি অবস্থা শুরু হবে এবং চলবে ২২ আগস্ট পর্যন্ত। আর অলিম্পিক শুরু হওয়ার কথা ২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত।
আয়োজক ও কর্মকর্তারা এখন স্থানীয় দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ার ব্যাপারে খুব কঠিন সিদ্ধান্ত নিতে বৈঠক করছেন। তবে এর চেয়েও কঠিন সিদ্ধান্ত আসতে পারে প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে। জাপানিরা অনেক আগে থেকেই অলিম্পিক স্থগিত বা বাতিলের দাবি জানিয়ে আসছে।
প্রধানমন্ত্রী বলেছেন, করোনাভাইরাস ভ্যারিয়েন্টের প্রভাব বিবেচনা করে এর পরবর্তী বিস্তার রোধে আমাদের বিধিনিষেধ আরও জোরদার করা হচ্ছে।
এরই মধ্যে আয়োজকরা সব অলিম্পিক ইভেন্ট দর্শকশূন্য আয়োজনের কথা ভাবছে। টোকিওর আয়োজক প্রধান সেইকো হাশিমোতো বলছেন, ‘ভাইরাসের বিস্তার রোধে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।’
আয়োজক কমিটি, সরকার ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রেসিডেন্ট থমাস বাখের সঙ্গে বৈঠকের পর জরুরি অবস্থা জারির ঘোষণা হলো।