ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তাসকিনের প্রথম টেস্ট ফিফটি
Published : Friday, 9 July, 2021 at 12:00 AM
সাইফ (০), সাদমান (২৩), শান্ত (২), মুশফিক (১১), সাকিব (৩), মিরাজ (০)- এই হলো জিম্বাবুয়ের বিপে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ দলের স্বীকৃত ব্যাটসম্যানদের রানের নমুনা! লিটন, মুমিনুল, মাহমুদউল্লাহ ছাড়া কেউ দাঁড়াতেই পারেননি। এই তিন স্বীকৃত ব্যাটসম্যানের বাইরে গতকাল দ্বিতীয় দিনে এমন একজন ফিফটি তুলে নিয়েছেন, যিনি স্পেশালিস্ট পেসার হিসেবে একাদশে আছেন। হ্যাঁ, তিনি তাসকিন আহমেদ।
মাহমুদউল্লাহর সঙ্গে ৯ম উইকেটে শতাধিক রানের জুটি গড়েছেন। স্বীকৃত ব্যাটসম্যানদের মতোই তিনি মাহমুদউল্লাহকে সঙ্গ দিয়ে যাচ্ছেন। পুরস্কার স্বরূপ তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। এজন্য তিনি খেলেছেন ৬৯ বল। হাঁকিয়েছেন ৮টি বাউন্ডারি।৩২ রানে অবশ্য একটা জীবনও পেয়েছেন তিনি। রিচার্ড এনগারাভার বলে দ্বিতীয় স্লিপে তার ক্যাচ ছাড়েন একজন ফিল্ডার।
এর আগে তাসকিনের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল ৩৩। ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপে ক্রাইস্টচার্চ টেস্টে তিনি ওই ইনিংস খেলেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাসকিন-মাহমুদউল্লাহর অবিচ্ছিন্ন ৯ম উইকেট জুটিতে এসেছে ১২৭* রান। বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩৯৭ রান। জিম্বাবুয়ের বিপে এর আগে নবম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল ৩৫ রানের।