ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বার ‘প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী পেয়ে খুশি তাঁরা’
Published : Friday, 9 July, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।  
কিরনী বেগম, পারুল বেগম, হোসেন মিয়া, রফিক মিয়াসহ প্রায় একশ পরিবার বসবাস করেন ছাপড়া ঘরে। এদের মধ্যে কেউ জেলে, কেউ ফেরিওয়ালা, কেউ বেঁদে সম্প্রদায়। করোনায় চলমান বিধিনিষেধে কারও কাজ নেই, কারও ঘরে খাবারও নেই। দিন এনে খাওয়া এ শ্রমজীবি মানুষগুলো এ প্রতিবেদককে বলেন, বাবারে এ ছাপড়া ঘরে কোন রকম দিন কাটে। যেদিন রোজগার করা যায় সেদিন খাই, আর যেদিন রোজগার করতে পারি না সে অনাহারে থাকি। তাদের মধ্যে একজন হোসেন মিয়া (৬৭)।  চেহারা ও চোখে বয়সের স্পষ্ট ছাপ। ইউএনও  বিনামূল্যে খাদ্য দিচ্ছে খবর পেয়ে দৌড়ে এসেছেন। তিনি এ প্রতিবেদককে বলেন, গাঙে মাছ ধরি, গাঙে প্রচুর পানি এসেছে। মাছ তেমন পাওয়া যায় না। যা পাওয়া যায় তা বিক্রি করে সংসার চালাই। তালিকায় আমার নাম নেই, তবুও প্যাকেট পাওয়ার আশায় দৌড়ে এসেছি, ইউএনও স্যার আমাকে একটি প্যাকেট দিয়েছেন। আল্লাহ স্যার বাঁচিয়ে রাখুক।
বৃহস্পতিবার বিভিন্ন স্থানে কয়েক দফায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ বিতরণ করেছেন ইউএনও রাকিব হাসান। দুপুরে জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউট মাঠে প্রায় ৮০টি হতদরিদ্র বেঁদে ও হরিজন সম্প্রদায়ের মধ্যে খাদ্য বিতরণ করেন তিনি। পরে বিকাল ৪টার দিকে দেবিদ্বার রেয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আরও ১০০ জন অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউএনও রাকিব হাসান। এছাড়াও রাতে নিজের গাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে পাড়া-মহল্লায় দরিদ্র পরিবারে নিজের হাতে খাদ্যরে প্যাকেট বিতরণ করেন তিনি। জাফরগঞ্জ ও রেয়াজ উদ্দিন বিদ্যালয় মাঠে বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম ওমানী,  মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা, ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো.সাদ্দাম হোসেন প্রমুখ। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল  কাশেম ওমানী বলেন, কর্মজীবী মানুষরা গত কয়েকদিন থেকে বাড়িতে অবস্থান করায় অসহায় হয়ে পড়েছেন। বিশেষ করে ঘরে বসে থাকায় পরিবার-পরিজন নিয়ে তাদের খাদ্য সংকট পড়ায় বিপাকে পড়েছেন। প্রধানমন্ত্রীর তহবিল থেকে কর্মজীবী মানুষের খাবারের জন্য সহায়তা করা হচ্ছে। যার মধ্যে রয়েছে ১০ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি মসুর ডাল, এক লিটার তেল, এক কেজি লবন, দুই কেজি পেঁয়াজ রয়েছে। তিনি আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে সরকারের তরফ থেকে সব ধরণের জনসমাগম, রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে মানুষকে বের না হওয়ার শর্তে এ খাদ্য গুলো দেয়া হয়েছে। ইউএনও রাকিব হাসান বলেন, দেবিদ্বারে প্রতিটি দরিদ্র ও অসহায় জনগোষ্ঠিকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রীর আওতায় নিয়ে আসব। ইতোমধ্যে জাফরগঞ্জ ইউনিয়নের বেঁদে ও হরিজন সম্প্রদায়ের ৮০ টি পরিবার এবং দেবিদ্বার পৌর এলাকার বিভিন্ন শ্রমজীবি ১০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। রাতে বের হবো যে এলাকায় দরিদ্র পরিবার আছে তাদের ঘরে খাদ্য সামগ্রী দিয়ে আসব।