র্যাবের অভিযানে ২১৭ জনকে জরিমানা
Published : Friday, 9 July, 2021 at 12:00 AM
বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বের হওয়া, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় অনর্থক ঘোরাফেরা করা, মাস্ক না পরা, মোটরসাইকেলে দু’জন আরোহণ করাসহ বিভিন্ন বিধিনিষেধ অমান্য করার অভিযোগে দেশব্যাপী ২১৭ জনকে ২ লাখ ১৮ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে র্যাব। লকডাউনের অষ্টম দিন আজ বৃহস্পতিবার (৮ জুলাই) এই জরিমানা করা হয়।
সন্ধ্যায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৯৫টি টহল ও ২০০টি চেকপোস্ট পরিচালিত হয় দেশব্যাপী। র্যাবের ১৫টি ব্যাটালিয়ানের অধীন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণ এবং বিনামূল্যে দুস্থ ও গরিবদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া খাবার বিতরণ করা হয় দুস্থদের মাঝে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম চলে।’
গত ৭ দিনে দেশব্যাপী র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ হাজার ৬৬ জনকে জরিমানা করা হয়।