ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
 কোম্পানীগঞ্জ বাজারের জলাবদ্ধতা নিরসনে দখল করা খাল খনন শুরু
Published : Friday, 9 July, 2021 at 12:00 AM, Update: 09.07.2021 12:57:57 AM
 কোম্পানীগঞ্জ বাজারের জলাবদ্ধতা নিরসনে দখল করা খাল খনন শুরুমো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
‘মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাজার : সামান্য বৃষ্টিতেই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা : ব্যবসায়ী ও ক্রেতাদের সীমাহীন দূর্ভোগ’ এই শিরোনামে গতকাল বৃহস্পতিবার দৈনিক কুমিল্লার কাগজে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের নির্দেশে বৃহস্পতিবার দিনভর জলাবদ্ধতা নিরসনে দখলকৃত খাল খনন শুরু করেছে নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের। দুপুরে সরেজমিনে দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ। এসময় তাঁর সাথে ছিলেন কোম্পানীগঞ্জ বাজার কমিটির সভাপতি ও নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিনসহ বাজারের ব্যবসায়ীরা। হঠাৎ প্রশাসনের এমন সিদ্ধান্তে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি লক্ষ করা গেছে। তাঁরা এই প্রতিবেদকসহ দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের নগরপাড় মৌজার সাবেক ৩০৪ দাগে একটি বিশাল খাল ছিল। এই খাল দিয়ে মানুষ নৌকায় চড়ে বাজারে আসা যাওয়া করত। খালটি বিভিন্ন ক্ষমতাসীন দলের লোকেরা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেন। দখলের সময় সু-কৌশলে মাটির নীচে সরু ড্রেইন করে এর উপর বাসা-বাড়ি, দোকান পাট নির্মাণ করেছেন তারা। যা বাজারের বিশাল জলরাশি সরার পথে অন্তরায়। বৃষ্টি হলেই তলিয়ে যায় কোম্পানীগঞ্জ বাজার ও নগরপাড় গ্রামের বাসা-বাড়ি। ফলে ভোগান্তিতে সাধারণ জনগণ ও আর্থিক ক্ষতিগ্রস্ত হয় ব্যবসায়ী। এ দূর্ভোগ লাগবের জন্য ব্যবসায়ীরা একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। দখলকৃত খাল উদ্ধার প্রশাসনের প্রচেষ্টায় সম্ভব হয়েছে।
নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, ‘বাজারের জলাবদ্ধতা  একটি দীর্ঘদিনের সমস্যা। বৃষ্টি হলেই তলিয়ে যায় কোম্পানীগঞ্জ বাজার ও নগরপাড় এলাকার বাসা-বাড়ি। তাই আমি জলাবদ্ধতা নিরসনে সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ মহোদয়ের নির্দেশে ও প্রশাসনের সহযোগিতায় ড্রেইন পরিষ্কারসহ দখলকৃত খাল খননের কাজ শুরু করেছি। আশা করছি, কাজ শেষে ভোগান্তি লাগব হবে। ’
কোম্পানীগঞ্জ বাজার কমিটির সভাপতি ও নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, ‘বাজারের জলাবদ্ধতা নিরসনে একটি বাস্তবসম্মত পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করি খুব শীঘ্রই এর একটা সমাধান হবে।’
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, ‘বাজারটি দুই ইউনিয়নের মধ্যে পড়েছে। তাই বাজারের জলাবদ্ধতা নিরসন করার জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নবীনগর রোডের প্রথম অংশ থেকে ড্রেইন পরিষ্কারের কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি, আগামীতে এমন ভোগান্তি আর হবে না। বাজার জলাবদ্ধতাসহ যানজট অনেকটাই মুক্ত হবে।’