ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুরে সরকারি জেনারেল হাসপাতালে বাড়ছে করোনা রোগী
মানিক দাস
Published : Friday, 9 July, 2021 at 6:32 PM
চাঁদপুরে সরকারি জেনারেল হাসপাতালে  বাড়ছে করোনা রোগী করোনা মহামারি  ভাইরাসের তৃতীয় ঢেউয়েও চাঁদপুরে করোনা রোগী দিন দিন বেড়েই চলছে।প্রতিদিনই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য শত শত মানুষ নমুনা দিচ্ছে এবং শনাক্ত হচ্ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির কারনে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বেড সংকট দেখা দিয়েছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, চাঁদপুর আইসোলেশন ইউনিটে করোনা রোগে  আক্রান্ত এবং সন্দেহ জনক রোগীদের জন্য বেড রয়েছে ৬০ টি। সেখানে গত কয়েকদিনে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওই নিদিষ্ট ৬০ বেড ছাড়িয়ে গেছে। এ কারণে আইসোলেশন ওয়ার্ডেও দেখা দিয়েছে বেড সংকট। প্রতিদিনই ওই ইউনিটে ভর্তি হচ্ছে করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে সন্দেহজনক রোগীরা।

৯ জুলাই শুক্রবার আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৫২ জন। যা আগের দিন বৃহস্পতিবার ও পূর্বের ভর্তি রোগী। বর্তমানে ওই ওয়ার্ডে সর্বমোট ৫২  জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে করোনায় পুরুষ ২০ জন ও নারী ৩২ জন।কিন্তু শুক্রবার কত জন নতুন রোগী ভর্তি হয়েছে তার সংখ্যা জানা যায়নি। 
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, একদিনে ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিল ৪১.৩২%।
এ বিষয়ে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সুজাউদ্দৌলা রুবেল বলেন, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বেড আছে সর্বমোট ৬০টি। বর্তমানে সেখানে ৫২  জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে এরা ভর্তি রয়েছে ।
এত রোগীর মধ্যেও আমরা সাধ্য মতো চেষ্টা করেছি সেবা দেবার জন্য৷ কিন্ত আমরা যদি সচেতন না হই, লকডাউন কঠোর ভাবে পালন না করি,স্বাস্থবিধি মেনে না চলি, মাস্ক না পরি তাহলে আমাদের অবস্থা হবে আরো ভয়াবহ হবে।তিনি আরো বলেন, যাদের অক্সিজেন লেভেল ৯৩ বা এর উপরে এবং খুব বেশী শ্বাসকষ্ট না হলে তারা বাড়িতেই হোম আইসোলেশনে থাকবে এবং আমরা যারা সম্মুখ যোদ্ধা হিসাবে কাজ করছি, তাদের সাথে যোগাযোগ করতে বলা হয়।