লকডাউন প্রতিপালন না করায় সারাদেশে ১৬৪ জনকে ৪ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিনাপ্রয়োজনে গাড়ি নিয়ে বের হওয়া, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় অনর্থক ঘোরাফেরা করা, মাস্ক না পরা, মোটরসাইকেলের দু’জন আরোহণ করাসহ বিভিন্ন বিধিনিষেধ অমান্য করার তাদের এই জরিমানা করা হয়।
শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৯২টি টহল ও ১৯৭টি চেকপোস্ট পরিচালিত হয় দেশব্যাপী। র্যাবের ১৫টি ব্যাটালিয়ানের অধীনে ২২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে বিনামূল্যে দুস্থ এবং গরিবদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া খাবার বিতরণ করা হয় দুস্থদের মাঝে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী র্যাবের আদালত পরিচালিত হয়।’
গত ৮ দিনে দেশব্যাপী র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ হাজার ২৮৩ জনকে জরিমানা করা হয়।