ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতার চেক হস্তান্তর
Published : Saturday, 10 July, 2021 at 12:00 AM
বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উৎসব ভাতার চেক ছাড় করা হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে জানানো হয়, গত ৭ জুলাই উৎসব ভাতার আটটি চেক সংশ্লিষ্ট ব্যাংকে হস্তান্তর করা হয়।  
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের ২০২১ সালের ঈদুল আজহার উৎসব ভাতার সরকারি অংশের আটটি চেক হস্তান্তর করা হয়েছে। গত ৭ জুলাই বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অগ্রণী, রুপালী, জনতা ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে হস্তান্তর করা হয়।