মনোহরগঞ্জের হাসনাবাদে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ
Published : Saturday, 10 July, 2021 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক ||
সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নে চলমান লকডাউনে বিপাকে পড়া দুস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে গতকাল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৪২৫ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যেক পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি করে ডাল, লবন ও ২টি করে সাবান বিতরণ করা হয়। এসময় ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন সহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণ প্রসঙ্গে হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বলেন, হাসনাবাদের আনাচে-কানাচে অভুক্ত রয়েছে এমন অসহায়-দুস্থ এবং লকডাউনে কর্মহীন ব্যাক্তির তালিকা তৈরী করে তাদের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। শেখ হাসিনার সরকার গরীবের সরকার। দেশের একটি ব্যাক্তিও না খেয়ে থাকবেনা।’
করোনা প্রতিরোধে সরকারের দেয়া বিধি নিষেধ মেনে চলতে তিনি সকলের প্রতি আহবান জানান।