ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বর্ষীয়ান নেতা আবুল হাসেম সরকারের জানাজায় মানুষের ঢল
Published : Monday, 12 July, 2021 at 12:00 AM, Update: 12.07.2021 12:03:24 AM
বর্ষীয়ান নেতা আবুল হাসেম সরকারের জানাজায় মানুষের ঢলআলমগীর হোসেন,দাউদকান্দি।।
যে মানুষটি অপেক্ষায় থাকতেন কখন দলীয় বা তাঁর ইউনিয়নের লোকজন কোনো সমস্যা নিয়ে আসবে এবং তিনি সমাধান দিবেন। আজ তাঁর শেষ বিদায়ে অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী। কিন্তু তিনি অন্তিম সয়ানে শায়িত।
বলছিলাম দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবুল হাসেম সরকারের কথা।
তিনি করোনা উপসর্গে ৬৮ বছর বয়সে গত শনিবার বিকেলে রাজধানীর একটি প্রাইভেট হসপিটালে ইন্তেকাল করেন। রবিবার বেলা ১১ টায় গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা এমদাদুল হক। এর আগে মরহুমের জীবনির ওপর ও আত্মার মাগফিরাত কামনা করে ক্রমানুসারে বক্তব্য রাখেন তাঁর একমাত্র ছেলে মাহমুদুল হাসান সরকার বাবু।
জানাজা পূর্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো: আব্দুস সবুর, ইঞ্জিনিয়ার সারওয়ার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শহীদুল ইসলাম শোভন, ড. আব্দুল মান্নান জয়, সাংবাদিক মোহাম্মদ শাহজাহান, এস.এম কেরামত আলী, বাসুদেব ঘোষ, বশিরুল আলম মিয়াজী, মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, ডা. মো: জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, হাবিবুর রহমান হাবিব, নাইম ইউসুফ সেইন, দেওয়ান জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন শিকদার, জাকির নেওয়াজ সোহেল, বাহাউদ্দীন মেম্বার, আবুল বাশার মাস্টার, মমিন সরকার, ওয়াদুদ সরকার, ইসমাইল হোসেন সরকার ও গৌরীপুর বাজার কমিটির সাধারন সম্পাদক নোমান মিয়া সরকার সহ আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের জেলা -উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
শোক মূহুর্তের বিশেষ এই অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা সাবেক ভিপি সালাহ উদ্দিন রিপন।