ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে আগুনে পুড়লো ৫ টি বাস
সৌরভ মাহমুদ হারুন
Published : Sunday, 11 July, 2021 at 7:18 PM
বুড়িচংয়ে আগুনে পুড়লো ৫ টি বাসকুমিল্লার বুড়িচং উপজেলার পরিহলপাড়া এলাকায় নিমসার ফিলিং ষ্টেশন নামের একটি জ্বালানী ষ্টেশনে রোববার বিকেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ৫টি বিলাসবহুল যাত্রীবাহী বাস সম্পুর্ন পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পরিহলপাড়া এলাকায় নিমসার ফিলিং ষ্টেশন নামের একটি জ্বালানী পাম্পে  রোববার বিকেল আনুমানিক ৪ টায় হঠাৎ অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তেই একে একে ৫ টি বাসে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ৯৯৯ এ কল করলে প্রথমে চান্দিনা থেকে ২ টি ও পরে কুমিল্লা থেকে আরো ২ টি ফায়ার সার্ভিসের ইউনিট এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। নিমসার ফিলিং ষ্টেশনের মানেজার শাহআলম জানান,এখানে মোট ১৪টি বাস ছিল।বুড়িচংয়ে আগুনে পুড়লো ৫ টি বাস

 পাম্পের পশ্চিম পাশে আগুন লাগার পর প্রথমে ৯৯৯ এ কল দিয়ে দ্রুত কাছাকাছি থাকা বাকী বাসগুলোকে নিরাপদ দুরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। কুমিল্লা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শারফুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। তবে তাদের ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে এসময় ছুটে আসেন এশিয়া লাইন ও পাম্পের মালিক জুলহাস। তিনি জানান, লকডাউনের কারণে  দুরপাল্লার যানবাহন বন্ধ থাকায় কুমিল্লা-ঢাকা রুটে চলাচলকারী বিলাসবহুল এশিয়া লাইন পরিবহনের ১৪ টি বাস তিনি তার মালিকানাধীন পেট্রোল পাম্পের আশপাশে এনে রেখেছিলেন। অগ্নিকান্ডে তার কমপক্ষে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানান।
বুড়িচংয়ে আগুনে পুড়লো ৫ টি বাস এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে কুমিল্লা সদর সার্কেল সোহান সরকার,বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।