ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রতি দুই জনে একজন আক্রান্ত হচ্ছে কুমিল্লায়
একদিনে আরো ৩৫০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫
Published : Sunday, 11 July, 2021 at 12:00 AM, Update: 11.07.2021 1:16:19 AM
প্রতি দুই জনে একজন আক্রান্ত হচ্ছে কুমিল্লায়তানভীর দিপু:
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানে দেখা গেছে,  গত ২৪ ঘন্টার রিপোর্টে প্রতি দুই জনে একজনের আক্রান্ত শনাক্ত হচ্ছেন। কুমিল্লায় সবশেষ করোনা শনাক্তের হার ৪৮ শতাংশের বেশি। নতুন ৩৫০ জন শনাক্তের পর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১৭ হাজার। মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৩৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭০ জন, তাদের সবাই সিটি কর্পোরেশনের বাসিন্দা। এছাড়া নতুন ৫ জন মৃত্যুবরন করায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৫২৫ জন। হিসেব মতে, এই মুহুর্তে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৪ হাজার ৭৭১ জন। শুধু সিটি কর্পোরেশন এলাকা নয়, সব ক’টি উপজেলাতেই আক্রান্তের হার বাড়ছে দ্রুত গতিতে। গত ৭ দিনে কুমিল্লায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮২৬টি। অর্থাৎ প্রতিদিন গড়ে দেড় হাজারেরও বেশি করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা পর্যন্ত করোনা ইউনিটে ১৩৬ শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ১৫১ জন। এছাড়া করোনার লক্ষন ও উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডেও রোগীর সংখ্যা ভরপুর। এছাড়া কুমিল্লা সদর হাসপাতালেও পুরোনো করোনা ইউনিট ছাড়িয়ে রোগী ভর্তি হচ্ছে নতুন ওয়ার্ডেও।
সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৮৪ জন, আদর্শ সদরে ৯ জন, সদর দক্ষিণে ১১ জন, বুড়িচং ৭ জন, ব্রাহ্মলপাড়ায় ১৩ জন, চান্দিনায় ১৪ জন, চৌদ্দগ্রামে ৩৬ জন, দেবিদ্বারে ১০ জন, লাকসাম ১১ জন, লালমাই ৩ জন, বরুড়ায় ৭ জন, মনোহরগঞ্জে ১৩ জন, মুরাদনগরে ২৪ জন এবং মেঘনায় ৮ জন শনাক্ত হয়েছেন।
এদিকে কুমিল্লায় সবশেষ সিনোফার্ম এর ৭৪ হাজার ৮শ ডোজ করোনা ভ্যাকসিনসহ এপর্যন্ত ৫ লাখ ৩৫ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। এরমধ্যে ভারতীয় কোভিশিল্ড ৪ লাখ ২৯ হাজার ডোজ এবং চীনা সিনোফার্ম এর ১ লাখ ৬ হাজার ডোজ।
তবে, কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে নতুন আসা সিনোফার্ম উপজেলার মানুষের মাঝে প্রদান করার জন্য পাঠানো হবে। এর আগের চালানে আসা সিনোফার্ম এর ভ্যাকসিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভ্যাকসিনেশন বুথ থেকে দেয়া হচ্ছে। অন্যদিকে আগামী সপ্তাহের মধ্যে কুমিল্লায় মর্ডানার ভ্যাকসিন আসার সম্ভাবনা রয়েছে, সেগুলো কুমিল্লা সিটির জন্য অধিবাসীদের জন্য দেয়া হবে।
এদিকে আবারো করোনার ভ্যাকসিন আসা উপলক্ষ্যে জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, সরকার করোনা প্রতিরোধে বদ্ধ পরিকর। সবার জন্য ভ্যাক্সিন নিশ্চিত করা হবে। সে লক্ষ্য কাজ চলছে। তবে সবার ভ্যাক্সিন নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহবান জানান এমপি বাহার।
কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, দেশে যারা নিবন্ধন করেছেন অথচ টিকা গ্রহন করেন নি বা করতে পারেননি পর্যায়ক্রমে সবাইকে টিকা দেয়া হবে। এছাড়াও বিদেশগামীদের টিকা নিশ্চিত করা হবে।