Published : Saturday, 10 July, 2021 at 10:33 PM, Update: 10.07.2021 10:59:34 PM
তানভীর দিপু: কুমিল্লায় মডার্নার করোনা টিকা এসে পৌঁছাবে আজ রাতে। কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লায় প্রয়োজনীয় টিকা ক্রমান্বয়ে এসে পৌঁছাচ্ছে। টিকার রেজিষ্ট্রেশনও চলছে দুই একদিনের মধ্যে গণটিকা কার্যক্রম শুরু হয়ে যাবে।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সৌমেন রায় জানান, রাত আড়াইটায় মডার্নার টিকার চালন কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছাবে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জেলা স্বাস্থ্যবিভাগের প্রতিনিধির মাধ্যমে এই টিকার চালানটি হস্তানন্তর হবে। তবে কত ডোজ আসছে এ ব্যাপারে এখনো তথ্য পাওয়া যায় নি।
এর আগে গত শুক্রবার দুপুর আড়াইটায় সিনোফার্ম এর ৭৮ হাজার ৪০০ ডোজ টিকা এসে পৌঁছায় কুমিল্লা। এপর্যন্ত ৫ লাখ ৩৫ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। এরমধ্যে ভারতীয় কোভিশিল্ড ৪ লাখ ২৯ হাজার ডোজ এবং চীনা সিনোফার্ম এর ১ লাখ ৬ হাজার ডোজ।
জানা গেছে, কুমিল্লা সিটির বাসিন্দারা মডার্নার টিকা পাবেন এবং সিনোফার্ম এর টিকাগুলো কুমিল্লার বিভিন্ন উপজেলাগুলোতে পাঠানো হয়েছে।