ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গোমতীতে নিখোঁজের দুইদিন পর ভেসে উঠলো স্কুল ছাত্রের মরদেহ
Published : Saturday, 10 July, 2021 at 12:00 AM, Update: 10.07.2021 12:41:55 AM
গোমতীতে নিখোঁজের দুইদিন পর ভেসে উঠলো স্কুল ছাত্রের মরদেহ মাসুদ আলম ।।
কুমিল্লার গোমতী নদী থেকে ফুটবল তুলতে গিয়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর জিহাদ হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জুলাই) কুমিল্লা সদর উপজেলার ছত্রখিল পুলিশ ফাঁড়ি এলাকায় নদীতে ওই  ছাত্রের মরদেহ দেখতে পান এক রিকশাচালক। পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে। জিহাদ কুমিল্লা নগরীর শুভপুর এলাকার মোটরপার্স ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলো। এর আগে গত বুধবার দুপুরে শুভপুর এলাকায় খেলার সময় নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে নিখোঁজ হয় জিহাদ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মো.আব্দুল মজিদ ।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, গত বুধবার দুপুরে শুভপুরে এলাকায় প্রস্তাবিত কুমিল্লা শেখ কামাল ক্রীড়া পল্লীতে ফুটবল খেলার সময় ফুটবল নদীতে পড়ে যায়। এ সময় জিহাদ ও তার বন্ধুরা বল আনতে নদীতে নামে। কিন্তু জিহাদ গোমতীর ¯্রােতে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। ওইদিন বিকেল ৪ টায় চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে ২৪ ঘণ্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরদিন বৃহস্পতিবার বিকেলে ডুবুরিদল ফিরে যায়।