ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নারায়ণগঞ্জে কারখানায় আগুন: প্রাণ গেলো ৫২ জনের
Published : Saturday, 10 July, 2021 at 12:00 AM, Update: 10.07.2021 12:41:29 AM
নারায়ণগঞ্জে কারখানায় আগুন: প্রাণ গেলো ৫২ জনেরনিজস্ব প্রতিবেদক ।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানায় অগ্নিকা-ে মৃতের সংখ‌্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার এ তথ‌্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জুস কারখানার ছয়তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, কারখানাটির ভেতরে বিভিন্ন রাসায়নিকসহ দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে। ভবনটিতে ফাটল ধরায় আরও সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।
শুক্রবার ভোর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কারখানা এলাকায় স্বজনদের ভিড় বাড়ছে। তাদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে কারখানা এলাকার পরিবেশ।
অগ্নিকা-ে মর্মান্তিকভাবে আগুনে পুড়ে মারা যাওয়াদের অনেককে চেনার উপায় নেই। অনেকের কঙ্কাল বা হাড়গোড় প্লাস্টিকের মোড়কে মুড়িয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ঢামেক হাসপাতাল মর্গের সামনে গণমাধ্যম কর্মীদের জানান, যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের শরীর এতটাই পোড়া যে চেহারা চেনার উপায় নেই। অনেকের মরদেহের শুধু হাড় গোড় মিলেছে। যা ডিএনএ পরীক্ষা ছাড়া স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া সম্ভব নয়।
এদিকে রাইজিংবিডির ঢামেক হাসপাতাল প্রতিনিধি বুলবুল চৌধুরী জানান, শুক্রবার (৯ জুলাই) দুপুর ৩ টার কিছু আগে ৫ টি অ্যাম্বুলেন্সে করে ৪৯ টি মরদেহ নিয়ে আসে ফায়ার সার্ভিস ও জেলা পুলিশ। পরে সেগুলো রাখা হয়েছে হাসপাতাল মর্গে। এরইমধ্যে হাসপাতাল ও আশপাশের এলাকায় এসে স্বজনরা ভিড় করছেন। নিহত প্রত্যেকের পরিবারকে নগদ ৩০ হাজার টাকা ও আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে দিচ্ছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের কারখানাটিতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। জুসের কারখানায় বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল ও দাহ্য পদার্থ থাকায় আগুন দীর্ঘক্ষণ জলে বলে ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে। এই ভয়াবহ অগ্নিকা-ে এ পর্যন্ত ৫২ জন মারা গেছেন।