Published : Saturday, 10 July, 2021 at 12:00 AM, Update: 10.07.2021 12:41:43 AM
তানভীর দিপু:
আগামী
১১ জুলাই রোববার কোপা আমেরিকার ফুটবলের ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল নিয়ে
কেউ আইনশৃঙ্খলা বিরোধী কোন কাজ বা ঘটনা ঘটলে পুলিশের পক্ষ থেকে কঠোর
ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন কুমিল্লার
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার। শুক্রবার বিকেল ৫ টায়
কুমিল্লা কুমিল্লা সদর সার্কেল ফেইসবুক আইডি থেকে এমন হুশিয়ারী প্রদান করে
পোস্ট করা হয়।
বিষয়টি নিয়ে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার ( সদর
সার্কেল) সোহান সরকার বলেন, খেলা উপভোগের বিষয়, এটা নিয়ে মারামারি বা
বিষেদাগার কেন হবে। সম্প্রতি ব্রাহ্মনবাড়িয়ায় এই খেলা নিয়ে একটা অনাকাঙ্খিত
ঘটনা ঘটেছে। কুমিল্লায় যেন এমন ঘটনা না ঘটে তাই আগে থেকে সবাইকে সাবধান
করে দেয়া হলো। সবাই ঘরে বসে খেলা দেখবেন। বাইরে বের হয়ে জমায়েত করে খেলা
দেখা সম্পূর্ণ নিষেধ।
উল্লেখ্য, গত কয়েকদিনে কোপা আমেরিকার ফুটবল ফাইনাল
নিয়ে কুমিল্লার বিভিন্ন ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে কটাক্ষ করে
আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা একে অন্যর প্রতি বিষাদগার করে ব্যঙ্গাত্বক
আচরণ করছেন৷ এতে করে কুমিল্লাতে যেন ব্রাহ্মণবাড়িয়ার মত পরিস্থিতি না হয়
এজন্য আগে থেকেই সতর্ক করা।
গত মঙ্গলবার ব্রাহ্মনবাড়িয়ার সদর উপজেলার সাদেক পুরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের পাল্টাপাল্টি হামলায় ৪ জন আহত হন।