ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তালেবান নিয়ে চিন্তিত তুর্কমেনিস্তান, সীমান্তে পাঠালো ভারি অস্ত্রশস্ত্র
Published : Monday, 12 July, 2021 at 12:57 PM
তালেবান নিয়ে চিন্তিত তুর্কমেনিস্তান, সীমান্তে পাঠালো ভারি অস্ত্রশস্ত্রতালেবান অগ্রযাত্রায় শঙ্কিত তুর্কমেনিস্তান তার আফগানিস্তান সীমান্তে ভারি সামরিক সরঞ্জাম পাঠিয়েছে।

আফগানিস্তান সীমান্তের সুর্খাবাদ শহরে তুর্কমেনিস্তানের সামরিক বহর পৌঁছেছে। খবর তাসনিম নিউজেন।

আফগান সীমান্ত থেকে চার কিলোমিটার দূরে সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত যেসব অস্ত্র মোতায়েন করা হয়েছে তার  মধ্যে ট্যাংক, কামান ও সাঁজোয়া যান রয়েছে। আরও অস্ত্রশস্ত্র পাঠানোর প্রস্তুতি চলছে।
                                                                                                                                                                                                                                                      
আফগানিস্তানের তালেবান সে দেশের সীমান্তবর্তী এলাকার দখল নেওয়ার পর তুর্কমেনিস্তান সীমান্তে সামরিক শক্তি বাড়াল।

আফগান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির পশ্চিমের হেরাত প্রদেশের দুটি শহর দখলে নিয়েছেন তালেবানরা।

এর মধ্যে একটি হচ্ছে— ইসলাম কালা শহর, যা ইরান সীমান্তে অবস্থিত। আর অপর শহরটি হচ্ছে— তুর্কমেনিস্তান সীমান্তের তুরগুন্দি।

তুরগুন্দি শহর দখলের লড়াই চলাকালে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে গোলাবিনিময় হয়েছে। উভয়পক্ষ মর্টার শেল ব্যবহার করেছে। গোলা ও মর্টার শেল গিয়ে তুর্কমেনিস্তান ভূখণ্ডেও পড়েছে।