ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাগেরহাটে করোনায় আরও ৯৯ জন আক্রান্ত, একজনের মৃত্যু
Published : Tuesday, 13 July, 2021 at 12:05 PM
বাগেরহাটে করোনায় আরও ৯৯ জন আক্রান্ত, একজনের মৃত্যুবাগেরহাটে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। সোমবার নতুন করে ৯৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে বাগেরহাট করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় সরকারি হিসেবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০ জন। জেলায় করোনা সংক্রমণ হার এখন ৩০ দশমিক ৬৫ শতাংশ। জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।

সোমবার জেলায় নতুন করে করেনা আক্রান্তদের মধ্যে রয়েছে সদর উপজেলায় ৩১ জন, মোল্লাহাটে ২০ জন, ফকিরহাটে ১৪ জন, মোংলায় ১১ জন, শরণখোলায় ৮ জন, রামপালে ৭ জন, কচুয়ায় ৫ জন ও মোরেলগঞ্জ উপজেলায় ৩ জন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, সোমবার বাগেরহাট করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনে মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় সরকারি হিসেবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০৩ জনে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩২৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রমণ হার এখন ৩০ দশমিক ৬৫ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৮৬০ জন। করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬০ জন। বর্তমানে বাগেরহাটে ৭০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬১ জন চিকিৎসাধীন রয়েছেন।