ইউরো চ্যাম্পিয়নশিপে ট্রফি জিতেছে ইতালি। টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়েই দ্বিতীয়বারের মতো তারা শিরোপা ঘরে তুলেছে। তাই স্বাভাবিকভাবে ইউরোর সেরা একাদশে এই দুটি দেশের খেলোয়াড়দেরই আধিক্য থাকবে। হয়েছেও তাই। দেখা গেছে প্রকাশিত সেরা দলে জায়গা হয়নি গোল্ডেন বুট জয়ী পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর! পর্তুগাল শেষ ষোল থেকে বিদায় নেওয়ায় রোনালদোর নাম বিবেচনায় আসেনি।
দুই ফাইনালিস্ট দলের ৯ জন খেলোয়াড় একাদশে সুযোগ পেয়েছেন। এরমধ্যে ইতালির রয়েছে ৫ জন ও ইংল্যান্ডের ৩ জন। এছাড়া স্পেন, ডেনমার্ক ও বেলজিয়াম থেকে রয়েছে একজন করে। এই দলটির সেরা কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে রবার্তো মানচিনিকে। যার অধীনে ইতালি ৩৪টি ম্যাচ অপরাজিত আছে।
ইউরো ২০২০ একাদশ: জিয়ানলুইজি দোনারুম্মা, কাইল ওয়াকার, লিওনার্দো বোনুচ্চি, হ্যারি ম্যাগুয়ার, লিওনার্দো স্পিনাৎস্সোলা, জর্জিনিয়ো, পিয়ের-এমিল হইবিয়া, পেদ্রি, ফেদেরিকো চিয়েসা, রোমেলু লুকাকু ও রহিম স্টারলিং।