করোনা রোগীদের স্বাস্থ্যসেবায় অক্সিজেন সিলিন্ডার ফলসামগ্রীর উপহার নিয়ে ঘরে ঘরে
Published : Wednesday, 14 July, 2021 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
আমেরিকা প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকারের উদ্যোগে ‘শেখ রাসেল ফাউন্ডেশন’ ইউএসএ শাখার তত্বাবধানে দেবীদ্বারের করোনা রোগীদের জন্য ২৪ ঘন্টা স্বাস্থ্যসেবায় “পাশে আছি কোভিড-১৯ সেবা”র সেচ্ছাসেবীরা একদল তরুণ চিকিৎসক ও একদল সেচ্ছাসেবী এ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার ও প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ঔষধ, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, পিপিই, খাদ্য, মৌসুমী ফল ফলাদীসহ রাতদিন ২৪ ঘন্টা বিনামূল্যে করোনা রোগীদের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন।
উপজেলার দূর্গম এলাকাসহ যেখানেই করোনায় আক্রান্ত রোগীদের খোঁজ পাচ্ছেন সেখানেই সেবা দিচ্ছেন। করোনা রোগীদের উপজেলা সদরে আনার-নেয়ার প্রয়োজনে সার্বক্ষনিক দায়িেেত্ব রয়েছে এ্যাম্বুলেন্সসেবা। এছাড়াও জরুরী প্রয়োজনে নন কোভিড রোগীরাও এসেবা কার্যক্রমের সহযোগীতা পাচ্ছেন।
মঙ্গলবার বিকেলে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র তথ্যানুযায়ী, গত ১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ সনাক্ত হয়েছে ১৯৪ জন, এদের মধ্যে গত বুধবার দিবাগত রাতে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম(৮৫) নামে একজন মারা গেছেন। নিহত আনোয়ারা বেগম উপজেলার নবীপুর গ্রামের মৃতঃ মকবুল হোসেন’র স্ত্রী। গত ৫ জুলাই তার করোনা টেষ্টে করোনা পজেটিভ রিপোর্ট এসেছিল। বাকীদের কুমেক, দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হোম কোয়ারেইন্টেনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।