প্রত্যাশিতভাবেই কোপা আমেরিকার সেরা একাদশে দেখা গেলো আর্জেন্টিনার আধিক্য। তবে ফাইনালে জয়সূচক গোল পাওয়া আনহেল দি মারিয়া স্থান পাননি এই একাদশে।
মঙ্গলবার টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে কনমেবল। দলটিতে আর্জেন্টিনা থেকে জায়গা পেয়েছেন ৪জন, ব্রাজিল থেকে ৩জন। একাদশে ইকুয়েডরের লেফটব্যাক পেরভিস এস্তুপিনান, পেরু মিডফিল্ডার ইয়োশিমার ইয়োতুন ও চিলিয়ান রাইটব্যাক মাউরিসিও ইসলাও রয়েছেন।
মেসি, নেইমার ছাড়া দলটিতে একমাত্র কলম্বিয়ান ফরোয়ার্ড হিসেবে আছেন লুইস দিয়াজ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পেরুর বিপক্ষে জোড়া গোল করেন ২৪ বছর বয়সী এই খেলোয়াড়। তাছাড়া মেসির সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরারও ছিলেন তিনি! এর মধ্যে ব্রাজিলের কাছে ২-১ গোলে হারা ম্য্যাচে একটি গোল করেছিলেন। আরেকটি সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে।
এক নজরে একাদশ:
ফরোয়ার্ড: লুইস দিয়াজ (কলম্বিয়া), নেইমার (ব্রাজিল) ও লিওনেল মেসি (আর্জেন্টিনা)
মিডফিল্ডার: ইয়োশিমার ইয়োতুন (পেরু), কাসেমিরো (ব্রাজিল), রদ্রিগো দে পল (আর্জেন্টিনা)
ডিফেন্ডার: পেরভিস ইস্তুপিনান (ইকুয়েডর), মার্কুইনহোস (ব্রাজিল), ক্রিস্তিয়ান রোমেরো (আর্জেন্টিনা) ও মাউরিসিও ইসলা (চিলি)
গোলকিপার: এমি মার্তিনেজ (আর্জেন্টিনা)