নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির অন্যতম বৃহৎ রাজনৈতিক দল নেপালি কংগ্রেস পার্টির সভাপতি শের বাহাদুর দউবা।
মঙ্গলবার সকালে দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি তাকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এ নিয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হলেন ৭৫ বছর বয়সি শের বাহাদুর। ১৯৯৫ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো তিনি প্রধানমন্ত্রী হন। নেপালের সুপ্রিমকোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি দেশের প্রধানমন্ত্রীর পদে নিয়োগ পেয়েছেন।
দেশটির সংবিধান অনুযায়ী, এই পদ পাকাপোক্ত করতে হলে তাকে আগামী ৩০ দিনের মধ্যে পার্লামেন্টে আস্থাভোটে জিততে হবে।
গত কয়েক মাস ধরে নেপালের পার্লামেন্টে অচলাবস্থা চলছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও নেপালের রাজনৈতিক দল কমিউনিস্ট ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট (ইউএমএল) পার্টির প্রধান কেপি শর্মা ওলির দল থেকে প্রায় দুই ডজনেরও বেশি এমপি নেপালি কংগ্রেস পার্টিতে যোগ দেওয়ার মধ্য দিয়ে এ অচলাবস্থার সূত্রপাত হয়।
পরে শের বাহাদুরকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।