ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় ১৪ দিনের লকডাউনে ২১৭ মামলা
৩ লাখ ১৮ হাজার টাকা জরিমানা আদায়
রণবীর ঘোষ কিংকর
Published : Wednesday, 14 July, 2021 at 7:03 PM
চান্দিনায় ১৪ দিনের লকডাউনে ২১৭ মামলাকরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত সারাদেশে 'কঠোর লকডাউন' ঘোষণা করে সরকার। বুধবার (১৪ জুলাই) লকডাউনের শেষ দিন পর্যন্ত দুই সপ্তাহে কুমিল্লার চান্দিনায় লকডাউন কার্যকরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এতে ২১৭টি মামলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৩ লাখ ১৮ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে ছিল চান্দিনা উপজেলা প্রশাসন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা জুড়ে অভিযান চালিয়েছে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার ও সহকারী কমিশনার ভূমি রুবাইয়া খানম এবং পরে নবাগত সহকারী কমিশনার ভূমি মো. রাকিবুল ইসলাম এর নেতৃত্বাধীন দুটি পৃথক টিম। এসময় পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও আনসাররা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার জানান- কিছু সংখ্যক মানুষের মধ্যে এখনো সচেতনতা সৃষ্টি হয়নি। আবার কিছু মানুষ ব্যাক্তি স্বার্থে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে। ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করা হয়েছে। ওই সময়েও মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানাই। আমাদের অভিযান অব্যাহত থাকবে।