পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়িতে কৃষি জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক আব্দুল হালিম (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকছড়ির সাপমারার নোনাবিল গ্রামের কৃষক আবদুল হালিম বুধবার (১৪ জুলাই) তার দুই ছেলে রাকিবুল ইসলাম ও রিফাত ইসলামকে নিয়ে নিজের জমিতে কাজ করছিলেন। এ সময় পার্শ্ববর্তী পূর্ণ কুমার ত্রিপুরা দলবল নিয়ে তাদের ওপর হামলা করে। এ ঘটনায় কৃষক মো. আব্দুল হালিম ও তার দুই ছেলে আহত হয়।
খবর পেয়ে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হালিম মারা যান।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহনূর আলম জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। মূলত জমি নিয়ে বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।